Home

ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা একটু অন্যরকম চিন্তাভাবনার কিছুটা ভিন্ন স্বাদের একটি ওয়েবসাইট। দৈনন্দিন জীবনযাত্রার ব্যস্ততার মাঝে হারিয়ে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র ভালোলাগা খোঁজার প্রচেষ্টা। অতীতের ছিন্ন খন্ড স্মৃতিচিহ্ন অতল গভীর থেকে উদ্ভাসিত হয়ে মনের দরজার কড়া আরও একবার নাড়িয়ে দিয়ে যাক। বারবার ভেসে উঠুক মনের ক্যানভাসে। অতীতের বিবর্তনের সঙ্গে বর্তমান কালের চিন্তাভাবনার সময়োপযোগী বহিঃপ্রকাশ।

বাস্তবের রুক্ষ মাটি থেকে সবুজে ঘেরা বনানী গহীন অরণ্য ধুসর বিবর্ণ স্থলভাগ থেকে দিগন্তবিস্তৃত নীল জলরাশি তুষার আবৃত পর্বতশৃঙ্গ কল্পনার মহাকাশ জগৎ সর্বত্রই হারিয়ে যেতে চাই আমরা। দুরের ঘাস সর্বদাই অনেক বেশি সবুজ মনে হয়। চেনা জানার মাঝেও লুকিয়ে আছে অন্যরকম ভালোলাগা। অস্থির মন চলে যেতে চায় অজানার ঠিকানায়। ঠিকানার কোনো ঠিকানা হয় না। কল্পনা ও বাস্তবের মেলবন্ধনে অন্তরের অনুভূতি থেকেই “প্রথম পাতা”র আত্মপ্রকাশ। শুরু হলো পথ চলা। আজকের ঠিকানাই যদি ভালোলাগার হয় তাতে ক্ষতি কি !!! সভ্য জগতের ক্রমবর্ধমান চাহিদার স্বার্থে প্রকৃতির বুক চিরে নয় প্রাকৃতিকতাকে রেখেই আধুনিক মানব সভ্যতার উন্নয়নের জয়ধজ্জা উড়তে থাকুক।।

Comments are closed.