Atomic Structure of Matter (পদার্থের পারমাণবিক গঠন) – I

পরমাণুর মূল কণা (Fndamental Particles of Atom):

পদার্থ মাত্রই কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। বিজ্ঞানী জন ডালটন তার বিখ্যাত পরমাণুবাদ- এ পদার্থের গঠন সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানসম্মত তথ্য প্রকাশ করেন। তার মতে প্রতিটি মৌলিক পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, কোনো রাসায়নিক প্রক্রিয়ায় পদার্থের এই ক্ষুদ্র কণাগুলোকে ভাঙা যায় না, কিংবা সৃষ্টি করা যায় না। তিনি এই কণাগুলোর নাম দিলেন অ্যাটম (Atom) বা পরমাণু

পরবর্তীকালে জে. জে. টমসন, নীলস বোর, রাদারফোর্ড, স্যাডউইক প্রভৃতি বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখান যে, পরমাণুও বিভাজ্য। পরমাণুকে ভেঙে আরো অনেক ছোট ছোট কণা পাওয়া যায়। এই ক্ষুদ্রতর কণাগুলো হলো ইলেকট্রন, প্রোটন নিউট্রন। এই কণাগুলিকে  পরমাণুর মূল কণা বলা হয়।

 

পরমাণুর মূল উপাদান (Fundamentals Constituents of Atom):

আধুনিক বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে বর্তমানে পরমাণুকে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কনা হিসেবে গণ্য করা হয় না। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন করার আবিষ্কার থেকে জানা গিয়েছে যে, হাইড্রোজেন ছাড়া অন্যান্য সব মৌলের পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিন কণার সমন্বয়ে গঠিত। হাইড্রোজেন পরমাণুতে কেবলমাত্র একটি ইলেকট্রন ও একটি প্রোটন কণা আছে।

 

ইলেকট্রন (Electron):

বিজ্ঞানী জে. জে. টমসন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দ্বারা সিদ্ধান্ত করেন যে, ক্যাথোড রশ্মি হল নেগেটিভ তৈরি গ্রস্ত প্রতি ক্ষুদ্র কণার স্রোত। তিনি এই ক্ষুদ্র কণা নাম দেন ইলেকট্রন।

  1. ক্যাথোড রশ্মি ক্যাথর থেকে লম্বভাবে বেরিয়ে সরলরেখা পথে অতি তীব্র বেগে চলে।
  2. এই রশ্মির আঘাতে এর গতিপথে রাখা খুব ছোট ও হালকা চাকা ঘুরতে থাকে।
  3. এই রশ্মির গতিপথে থাকা কোন অসচ্ছ বস্তুর ছায়া পড়ে।
  4. এই রশ্মি কোন বস্তুর উপর পড়লে বস্তুটির উষ্ণতা বেড়ে যায়।
  5. ইলেকট্রন কণাগুলো পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে আকৃষ্ট হয় এবং নেগেটিভ তড়িৎক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়।
  6. এই রশ্মি ক্যাথোড এর বিপরীত দিকের কাচের দেওয়ালে সবুজ আলোর প্রতিপ্রভা সৃষ্টি করে।
  7. কোন গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রন কণাগুলো গেলে গ্যাসটি আয়নিত হয়।

ইলেকট্রন হলো মৌলিক পদার্থের একটি অন্যতম মূলকণা:

বিভিন্ন প্রকৃতির গ্যাস ও বিভিন্ন পদার্থের তৈরি ক্যাথোড নিয়ে দেখা গেছে যে, নিম্নচাপে প্রত্যেক গ্যাসের ক্ষেত্রেই একই ধরনের নেগেটিভ কণার অর্থাৎ ইলেকট্রনের স্রোত নির্গত হয় এবং ওই কণা গুলির ভর ও চার্জ সর্বদা একই থাকে। এ থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্ত করেছেন প্রত্যেক মৌলিক পদার্থের পরমাণুতে মূল উপাদান হিসেবে ইলেকট্রন আছে।

 

ইলেকট্রনের (Electric charge of Electron):

ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত কণা যার চার্জ  e = -4.8 x 1010 e.s.u (Electro Static Unit) বা  -1.6 x 1019 কুলম্ব (Columb)। এত কম পরিমাণ নেগেটিভ চার্জ অন্য কোন ক্ষুদ্রতম কনায় থাকে না তাই ইলেকট্রনের চার্জই হল তড়িতের ক্ষুদ্রতম একক।

ইলেকট্রনের ভর (Mass of Electon):  ইলেকট্রনের ভর = 9.11 x 1028 গ্রাম।

প্রোটন (Proton):

ইলেকট্রন আবিষ্কার হওয়ার ফলে তড়িৎ নিরপেক্ষ পরমাণুতে নেগেটিভ তড়িৎ ধর্মী কণার উপস্থিতি প্রমাণিত হয়। এ থেকে বিজ্ঞানীদের মনে ধারণা জন্মায় যে, পরমাণুতে নিশ্চয়ই কোন সমপরিমাণ আধানযুক্ত পজেটিভ ধর্মী কণা আছে। বিজ্ঞানী রাদারফোর্ড এই পজিটিভ তড়িৎগ্রস্ত কণার নাম দেন প্রোটন। ইলেকট্রনের মত প্রোটন ও হলো মৌলিক পদার্থের একটি অন্যতম মূল কণা।

প্রোটনের চার্জ (Electric charge of Proton):

প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণিকা কনা একটি প্রোটনের তড়িৎ এর পরিমাণ হলো ইলেকট্রনের তড়িতের পরিমাণের সমান কিন্তু বিপরীত ধর্মী। অর্থাৎ প্রোটনের চার্জের পরিমাণ  e = +4.8 x 1010 e.s.u (Electro Static Unit) বা  +1.6 x 1019 কুলম্ব (Columb)।

প্রোটনের ভর (Mass of Proton):  একটি প্রোটনের ভর 1.6725 x 1024 গ্রাম।

যেকোনো পদার্থের পরমাণু সর্বদা তড়িৎ নিরপেক্ষ থাকে কেন?

যে কোন পরমাণুতে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রন এবং পজেটিভ তড়িৎগ্রস্ত প্রোটন কণার সংখ্যা সর্বদা সমান থাকায় পরমাণুটির তড়িৎ নিরপেক্ষ হয়।

 

নিউট্রন (Neutron):

বিজ্ঞানী স্যাড উইক পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন ছাড়াও এক রকমের নিস্তড়িত কণার অস্তিত্ব প্রমাণ করেন যার তড়িৎ ক্ষেত্র বা চৌম্বকক্ষেত্রের কোন প্রভাব দেখা যায় না। তিনি এই কণার নাম দেন নিউট্রন।

  1. সাধারণ হাইড্রোজেন ছাড়া অন্যান্য মৌলের পরমাণুর একটি মূল কণা নিউট্রন। নিউট্রন তড়িৎ নিরপেক্ষ কণা।
  2. নানা রকম বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে একটি নিউট্রন কণা যথাক্রমে একটি প্রোটন ও ইলেকট্রন কণার সমন্বয়ে গঠিত।
  3. নিউট্রন করা নিস্তড়িত অর্থাৎ এর কোন আধান নেই।
  4. তড়িৎ নিরপেক্ষ হওয়ায় নিউট্রন কণার ভেদন ক্ষমতা ইলেকট্রন ও প্রোটনের থেকে অনেক বেশি।
  5. নিউট্রন কণা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না।

নিউটনের ভর (Mass of Neutron): একটি নিউট্রন কণার ভর 1.675 x 1024 গ্রাম।

 

ইলেকট্রন প্রোটন ও নিউট্রন ছাড়াও বর্তমানে পরুমানুতে পজিট্রন (Positron), নিউট্রিনো (Neutrino), মেসন (Meson) প্রভৃতি স্থায়ী ও অস্থায়ী আরো অনেক মূল কণার সন্ধান পাওয়া গেছে।

ইলেকট্রন ও প্রোটনের সাদৃশ্যঃ

ইলেকট্রন

প্রোটন

1. পরমাণুতে স্থায়ী প্রকৃতির মূল উপাদান হিসাবে ইলেকট্রন বর্তমান।

1. পরমাণুতে স্থায়ী প্রকৃতির মূল উপাদান হিসাবে প্রোটন বর্তমান।

2. ইলেকট্রন তড়িৎগ্রস্ত কণা।

2. প্রোটন তড়িৎগ্রস্ত কণা।

3. ইলেকট্রন তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।

3. প্রোটন তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।

4. ইলেকট্রনের আধান 4.8 x 1010 e.s.u বা  1.6 x 1019 কুলম্ব।

4. প্রোটনের আধান 4.8 x 1010 e.s.u বা  1.6 x 1019 কুলম্ব।

5. পরমাণুর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যার সমান।

5. পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যার সমান।

ইলেকট্রন ও প্রোটনের বৈসাদৃশ্যঃ

ইলেকট্রন

প্রোটন

1. ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা।

1. প্রোটন পজিটিভ তড়িৎগ্রস্ত কণা।

2. ইলেকট্রনের ভর অতি নগণ্য।

2. প্রোটন ইলেকট্রনের তুলনায় ভারী কণা।

3. ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে।

3. প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে।

4. পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন যুক্ত বা অপসারিত হয়ে আয়ন তৈরি হয়।

4. নিউক্লিয়াস থেকে প্রোটন যুক্ত বা অপসারিত হলে নতুন মৌল সৃষ্টি হয়।

আবার পড়ার জন্য

To be continue..

About Victor

Discovering my self...

6 Comments

  1. Лучшие ветеринарные клиники рядом с вами – ветеринарнаЯ клиника воронеж:

    Вот несколько рекомендаций о том, как найти и выбрать самую лучшую ветеринарную клинику близко к вашему местоположению:

    Спросите: Попросите друзей, родственников или людей в вашем окружении, у которых есть домашние животные, рекомендовать ветеринарные клиники, которым они доверяют.

    Поищите обзоры в Интернете: Поищите в Интернете отзывы о ветеринарных клиниках, чтобы узнать, что другие владельцы животных говорят об их квалификации ветеринаров. ТОП и лучшие ветлечебницы на территории России по оценкам и ветеринарных врачей – ветеринарнаЯ клиника тверь ф

    Рассмотрите расстояние: Выбирайте ветеринарную клинику, которая будет легка для вас и вашего питомца.

    Проверьте медицинское оборудование и удобства ветклиники: Убедитесь, что в ветклинике есть правильное оборудование и материалы для обеспечения качественного ухода за вашим питомцем, например весы взвешивания, ЭКГ и рентгеновские аппараты.

    Проверьте рабочие часы клиники: Убедитесь, что часы работы ветлечебницы совпадают с вашим расписанием, и что она предоставляет неотложную помощь.

    Ветеринар сертификаты: Убедитесь, что ветеринар имеет сертификат и квалификацию, чтобы обеспечить высококачественный уход за вашим питомцем.

    Посетите клинику: Планируйте посетить ветлечебницу, чтобы познакомиться и осмотреть учреждение лично.

    Спросите об услугах ветеринарные клиники: Спросите о ветеринарных услугах, таких как профилактика заболеваний, иммунизация и хирургия, чтобы быть уверенным, что клиника обеспечивает уход, необходимый вашему питомцу.

    Спросите о стоимости: Спросите о цене услуг и о том, предлагает ли клиника акции или принимает страховые полисы для животных.

    Соблюдение этих рекомендаций поможет вам найти ветеринарную клинику, которая обеспечивает отличное обслуживание вашего питомца и отвечает вашим потребностям.

  2. 33 https://seovtopp.ru/uslugi
    Добавьте сайт на карты Google и Яндекса — так вас смогут находить и на картах https://seovtopp.ru
    Инструкция https://seovtopp.ru/contacts

    Чтобы быстро найти все изображения, в которых отсутствует атрибут alt, снова воспользуемся программой SiteAnalyzer https://seovtopp.ru/
    Сканируем сайт, заходим в Статистика SEO -> «Изображения -> Отсутствует Alt и получаем список страниц https://seovtopp.ru/uslugi
    Очень удобно и, главное, быстро https://seovtopp.ru/

    Сначала разберемся, что это значит https://seovtopp.ru/

    Как раскрутить сайт при таком окружении?
    Основные требования к использованию title и description на страницах:
    Первый по популярности запрос нужно использовать в начале Title — заголовка сайта, который отображается на вкладке в браузере https://seovtopp.ru/
    Обычно в нем содержится информация о названии компании и основных услугах https://seovtopp.ru/uslugi
    Пользователь видит метатег Title в результатах поиска, а также когда сохраняет страницу в закладках браузера или на компьютере https://seovtopp.ru
    По сути, это визитная карточка, которую потенциальный клиент получает еще до того, как попадает на сайт https://seovtopp.ru/contacts
    Во многом от нее зависит, перейдет ли он по ссылке https://seovtopp.ru

  3. За последние годы доля мобильного трафика выросла и сейчас в среднем в интернете он составляет более 60% посещаемости, поэтому обязательное условие сайтов сейчас — адаптивность и кроссплатформенность https://seovtopp.ru
    Сайт должен адекватно отображаться, в первую очередь, на мобильных устройствах различных моделей с разными разрешениями экранов https://seovtopp.ru
    То же самое относится и к версиям для ПК: нормальное отображение на всех мониторах во всех браузерах https://seovtopp.ru/uslugi

    От продвижения сайта не нужно ждать моментального эффекта https://seovtopp.ru/contacts
    Это комплексная работа, включающая в себя организационные, технические и аналитические меры, первые результаты которой можно оценить только спустя два-три месяца https://seovtopp.ru/
    Бывают случаи, когда удаётся добиться стремительного успеха, но это скорее исключение из правил https://seovtopp.ru
    Раскрутка сайта — длительный процесс https://seovtopp.ru/
    Он требует глубокого анализа, постоянной коммуникации с целевой аудиторией и ежедневного мониторинга конкурентов https://seovtopp.ru/uslugi

    11 https://seovtopp.ru/
    HTML-карта сайта https://seovtopp.ru/contacts

    Зачем нужно создание широкого семантического ядра?
    Этот блок можно реализовать с помощью сервисов рекомендаций от Google AdSense, Relap и Mail https://seovtopp.ru/contacts
    ru https://seovtopp.ru/

    Для локального продвижения потребуется:

  4. Moderator – Nice Article! Crystalheartco – Bengali Blog read this
    фаллоимитатор вибратор: https://pornopda.xyz/shop/seks_igrushki/falloimitatori/
    – идеальное сочетание функций для максимального наслаждения. Сочетание внутренней вибрации и внешней стимуляции клитора позволит достигнуть невероятных ощущений.

  5. Siteground: Siteground is known for its exceptional speed and advanced security features. They provide excellent customer support, automatic backups, and a user-friendly interface.
    Siteground: Siteground is known for its exceptional speed and advanced security features. They provide excellent customer support, automatic backups, and a user-friendly interface. http://webward.pw/.

  6. Яндекс http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/washer_liquids_catalog
    Деньги Для осуществления оплаты с помощью сервиса Яндекс http://glpart.ru/mycatalog?catalogId=9840&id=5702396
    Деньги вам необходимо иметь кошелек, зарегистрированный на сайте платежной системы http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/window_sunshades_catalog
    Зачисление платежей через платежную систему Яндекс http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/canisters_catalog
    Деньги происходит мгновенно http://glpart.ru/carbase?ctManufacturerId=5

    Онлайн-каталог: принцип действия http://glpart.ru/goods_info?brand=GENERAL%20MOTORS&number=96564244

    Land Rover – официальный дилер в Иркутске http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/auto_blanket_catalog
    Автосалон, продажа автомобилей, сервисное обслуживание и ремонт, запчасти http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/carbase
    Кредитование, страхование http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/hydraulic_oil_catalog
    Автомобили Land Rover традиционно сочетают в себе непревзойденные внедорожные возможности, отличные скоростные характеристики и безупречный британский дизайн http://glpart.ru/whcatalog?catalogId=2766

    Мы приглашаем к сотрудничеству компании со складом запчастей более 5000 наименований http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/moisture_absorbing_mats_catalog
    Для работы с нами просим направить нам письмо на адрес irkutsk http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/electrolytes_catalog
    office1@yulsun http://glpart.ru/carbase
    ru с указанием:
    ооо автовиста предлагает автомобильные запчасти, автомобильные двигатели, коробку переключения передач в г http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/roadside_kits_catalog
    иркутск http://glpart.ru/carbase?ctManufacturerId=36

    3 http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/lubricants_catalog
    Движком http://glpart.ru/.abcp-dbfsr/bdhz/auto_blanket_catalog

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *