Electron configuration (ইলেকট্রন বিন্যাস)

 

পরমাণুর ইলেকট্রন বিন্যাস (Electronic configuration of atom):

ক্লোরিনের (Cl) পরমাণু ক্রমাঙ্ক 17 এবং ভর সংখ্যা 35 ।

অর্থাৎ ক্লোরিন পরমাণুতে 17-টি প্রোটন, 17-টি ইলেকট্রন এবং (35 – 17) বা18-টি নিউট্রন আছে। নিউক্লিয়াসের বাইরে K-কক্ষপথে 2-টি, L-কক্ষপথে 8-টি এবং M-কক্ষপথে 7-টি ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থেকে ক্লোরিন পরমাণু গঠন করেছে।

Cl –এর ইলেকট্রন ডট কনফিগারেশন হল 2.8.7

 

প্রথম 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস-

মৌলের নাম ও চিহ্নপরমাণু ক্রমাঙ্কইলেকট্রন সংখ্যাইলেকট্রন ডটকক্ষপথে ইলেকট্রন বিন্যাস
KLMN
হাইড্রোজেন H1111   
হিলিয়াম    He1222   
লিথিয়াম     Li332.121  
বেরিলিয়াম Be442.222  
বোরন B552.323  
কার্বন C662.424  
নাইট্রোজেন N772.525  
অক্সিজেন O882.626  
ফ্লুরিন F992.727  
নিয়ন Ne10102.828  
সোডিয়াম Na11112.8.1281 
ম্যাগনেসিয়াম Mg12122.8.2282 
অ্যালুমিনিয়াম Al13132.8.3283 
সিলিকন Si14142.8.4284 
ফসফরাস P15152.8.5285 
সালফার S16162.8.6286 
ক্লোরিন Cl17172.8.7287 
আর্গন Ar18182.8.8288 
পটাশিয়াম K19192.8.8.12881
ক্যালসিয়াম Ca20202.8.8.22882

About Victor

Discovering my self...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *